আজুকার নিশি নিকুঞ্জে আসি
করিল বিবিধ রাস।
রসের সাগরে ডুবাইল মোরে
বিহানে চলিল বাস।।
শুন হে সুবল সখা।
সে হেন সুন্দরী গুণের আগরি
পুনঃ কি পাইব দেখা।।
মদনে আগুলি গলে গলে মিলি
চুম্বন করল যত।
কেশ বেশ যদি বিথার হইল
তাহা বা কহিব কত।।
অশেষ বিশেষ বচন কহিয়া
আবেশে লইয়া কোড়ে।
অঙ্গের পরশে হিয়া জুড়াইল
কেমনে পাশরি তারে।।
চণ্ডীদাস কহে শুন হে নাগর
এ বড় লাগল ধন্দ।
সে রাধা রমণী রসশিরোমণি
তোমারে করল বন্ধ।।