আজুক গমন কোন ধনী সেবি।
তুয়া বিনু আন নাহি অধিদেবী।।
এ হরি পুছিয়ে কোন নিবাস।
তোহারি পরশ বিনু নাহি অভিলাষ।।ধ্রু।।
পুছইতে এক কহসি পুন আন।
মান সঞে কিয়ে মতি করু দান।।
এ ধনি সো পুন তোহারি সমীপ।
অনুখন যৈছে অরুণ মণিদীপ।।
পশুপ স্বভাব রজনী কাঁহা দেল।
তোঁহারি অরু তোঁহারি সঙ্গিনী যত হোয়ে।।
আজু তুয়া শুভ খন কাঁহা গেলি।
তুহুঁ চিরজীবী আলি সঞে মেলি।।
শুনইতে কানুক ঐছন ভাষ।
সখীমুখ হেরি রাই মৃদু মৃদু হাস।।
তব ঘনশ্যাম দাস মহি লেখ।
অনুগত জন নাহি কবহুঁ উপেখ।।