আজুক রজনী নিধুবনে আনি
করল বিনোদ রাস।
রসের সাগরে ডুবায়ল মোরে
ভুলল আপন বাস।।
শুনহ মরমি সই।
তুঁহু সে আমার প্রাণের সোসর
তেঞি সে তোমারে কই।।ধ্রু।।
তাহার সাধন- বচন যতেক
তাহা কি কহনে যায়।
রতি বিপরীত লাগিয়া নাগর
ধয়ল হামারি পায়।।
তাহারি পিরীতে বশ যে হইয়া
করিলুঁ তাহারি মত।
না জানিলুঁ মুঞি তাহার সুখেতে
আপনি হইলুঁ রত।।
মোর শ্রমজল হেরিয়া বিকল
মোছয়ে আপন করে।
বীজন লইয়া আপনি বীজয়ে
আমার ছরম-ডরে
সে সব কাহিনী কহিতে আপনি
অবশ হইল অঙ্গ।
এ রাধামোহন- দাস কি শুনব
এ সব প্রেমক রঙ্গ।।