আজু কে গো মুরলী বাজায়।
এ ত কভু নহে শ্যাম রায়।।
ইহার গৌর বরণে করে আল।
চূড়াটি বান্ধিয়া কে বা দিল।।
তাহার ইন্দ্রনীল-কান্তি তনু।
এ ত নহে নন্দসুত কানু।।
ইহার রূপ দেখি নবীন আকৃতি।
নটবর-বেশ পাইল কথি।।
বনমালে গলে দোলে ভাল।
এনা বেশ কোন দেশে ছিল।।
কে বনাইল হেন রূপখানি।
ইহার বামে দেখি চিকনবরণী।।
নীল উজলি নীলমণি।
* * * *
হবে বুঝি ইহার সুন্দরী।
সখীগণ করে ঠারাঠারি।।
কুঞ্জে ছিল কানু কমলিনী।
কোথায় গেল কিছুই না জানি।।
আজু কেন দেখি বিপরীত।
হবে বুঝি দোঁহার চরিত।।
চণ্ডীদাস মনে মনে হাসে।
এরূপ হইবে কোন দেশে।।