আজু গোঠেরে সাজল দোন ভাই।
রাম কানাই গোঠে সাজে জোর শিঙ্গা বেণু বাজে
বরজে পড়িল ধাওয়া ধাই।।
চৌদিকে বরজ-বধূ মঙ্গল গায়ত সবে
মুরছিত কতহুঁ নয়ান।
আগে লাখে লাখে ধেনু গগনে উঠিছে রেণু
দ্বিজগণে করে বেদ গান।।
মুরহর হলধর ধরাধরি করে কর
লীলায় দোলায় নিজ অঙ্গ।
ঘনায়্যা ঘনায়্যা কাছে মউরা মউরী নাচে
চান্দে মেঘে দেখি এক সঙ্গ।।
সুবল তুলিল বানা যেখানে বলাইর থানা
রাখালের কান্ধে ভাল সাজে।
রাম কানাই কুতূহলে সাজিলা যে আগু দলে
বলাইর যুগল শিঙ্গা বাজে।।