আজু দেখব মুখ প্রিয় মঝু আয়ব
বিথারই মরম আনন্দ।
খীণ তনু কঞ্চুক বন্ধ টুটত ঘন
বাম নয়ন করু পন্দ।।
দেহপর চীর সুথির রহত নাহি
হাথকি দরপণ টুট।
অবহুঁ দশদিশ পরসন্ন হোয়ত
বিরহ ধুম গেই ছুট।।
কহি কহি এক সখী চলি আওব
কি করহ মুগধিনী রাই।
হরি আওল বলি ঘোষণা পড়ল পুর
চল চল দেখহ যাই।।
কি কহলি কাহ্ন কি মধুপুর পরিহরি
আওল ব্রজপুর মাঝ।
অম্বর রতন ভূষণ সহ পুন
দেওব নিজ তনুসাজ।।
নীলাম্বর হেরি কহত কনক গোরী
চন্দ্রাবলী ঘর যাহ।
হাম লেই সঙ্গিণী সরণীপর ঠারব
তুহুঁ তহি মীলবি আহ।।