আজু পেখলুঁ ধনী-অভিসার।
জানি বিলম্ব তেজি পরিজনগণ
আপহি করল শিঙ্গার।।ধ্রু।।
মনসিজ অন্তরে মন্তর লেখল
অঞ্জনে তিলকিত ভাল।
মৃগমদে নয়ন কমলদলে আঁজন
শোভাকর শরজাল।।
যাবক রসে কুচ কলস রঙ্গাওল
তাকর অতুল ভাণ্ডার।
কিঙ্কিণী কণ্ঠে হার জঘনে ধরি
তারক পাশ বিথার।।
সংভ্রম ভরম- মহোদধি ডুবল
চলল নিতম্বিনী রঙ্গে।
কহে হরিবল্লভ মদন করব কিয়ে
সঙ্গর পশুপতি সঙ্গে।।