আজু মুঞি পেখনু রাই।
দরশনে নয়নে নয়নশর হানল
বিরস না ভেল মুখ চাই ।।
গৌর বরণ তনু নীলপট উড়ল
কুচযুগ কনয় কটোর।
উরপর কুচক হার বিরাজিত
যুবজন চিত চকোর।।
বিপুল নিতম্ব জঘন অতি সুন্দর
কেশরী জিনি কটিদেশে।
কমল চরণযুগ যাবক রঞ্জিত
জগজনমোহন বেশ।।
পিঠশ্রী পরে বেণী বিরাজিত জনু ফণী
চলতহি মণি ধরি পাশে।
বিদগধ নাগরী মঝু মন আকুল
মুরছল গোবিন্দদাসে।।