আজু হাম পেখলুঁ চিন্তায় নিগমন
গৌরাঙ্গ নবদ্বিপ-চান্দ।
তাহে মঝু মানস কাঁপই অহনিশি
ঝর ঝর নয়নহি কান্দ।।
ইহ বড় হৃদয়ক তাপ।
গোকুল-নায়ক গোপিকা-ভাবহি
কত শত করত বিলাপ।।
ঘন ঘন শাস ডায়ত মহি লীখত
বি-বরণ ভেল অরু ক্ষীণ।
বাম করে অব- লম্বই মুখ-বিধু
লোচন নিরঝর-চীন।।
জগ ভরি করুণায়ে দেয়ল প্রেম-ধন
দারিদ না রহ কোই।
রাধামোহন পুন তহিঁ ভেল বঞ্চিত
আপন করম-দোষে রোই।।