আদরে নাগর ধনীমুখ হেরইতে
অবনত মুখ করু রাই।
পরশিতে পাণি তরসি ঘন উঠত
চঞ্চল চহুঁ দিশ চাই।।
সুন্দরী বিছুরল পূরবক কেল।
চির দুখে প্রিয় হেরি দুখ সুখ ভূলল
যৈছন নওল মেল।।
ভুজযুগ পাশে আগোরল নাগর
নিবিড় আলিঙ্গন দেল।
হরি তনু পরশে হরষে ধনী ভূলল
মনমথ উনমত ভেল।।
হসি হসি উলসি বয়ন শশি চুম্বই
চিবুকে স্বেদ উদ্‌বিন্দ।
উজোরল জ্যোতি পুলকে তনু পূরল
মাতল মদনকরীন্দ্র।।
হঠে হরি ধনীমুখ চুম্বই বেরি বেরি
নিরখে চির থির নয়নে।
পিরীতিক ভাষ হাস সহ বোলত
পৈঠল কুসুমক শয়নে।।
নিজ নিজ মন পণ দুঁহু পরিপূরল
মনমথ ভেল উদাস।
গুম্ফিত কুসুম নীলাম্বর করে ধরি
মীলল সখীগণ পাশ।।