আনন্দি আলো রাই। প্রেমের যৌবন দিয়া বন্ধের রূপ চাই।।
বলাইয়া বুলেরে সমাই না ভাসিও লজ্জা । প্রেম ডালি আনি নিতাই কর বন্ধের সজ্জা।।
আসিব পরাণের নাথ করিব কুশল । কালা বসন কলিকালে না হয় বিকল।।
চৈতন্যরে বুলাইয়া নিতাইর কাছে বইও। দম নিরখিয়া দেখ গুলাম হুছন কয়।।