আনন্দে অবশ অঙ্গ যশোমতি রাণী।
সপন দেখএ নিজ কোরে যদুমণি।।
অলস ভাঙ্গিল যদুমণি করি কোলে।
লাখে লাখে চুম্ব দিল বদনকমলে।।
নন্দ উপানন্দ সব মিলিল আসিঞা।
আনন্দে ভরল হিয়া চান্দমুখ চাঞা।।
দ্বিজগণ গণক আনিঞা নিজ ঘরে।
কাঞ্চন গোধন কত তিল দান করে।।
গো-চরণ-ধূলি রাণি ধরি নিজ হাথে।
রক্ষা বান্ধে কত সুখে গোপালের মাথে।।
বন্দী মাগধগণ মঙ্গল গায়।
দীনবন্ধু আনন্দে অবধি নাহি পায়।।