আনিল অমিয়া-পানা দুধে মিশাইয়া।
লাগিল গরল যেন মিঠ তেয়াগিয়া।।
তিতায় তিতিল দেহ মিঠ হবে কেন।
জ্বলন্ত অনলে যেন পুড়িছে পরাণ।।
বাহিরে অনল জ্বলে দেখে সব লোকে।
অন্তর জ্বলিয়া উঠে তাপ লাগে বুকে।।
পাপ দেহের তাপ মোর ঘুচিবেক কিসে।
কানুর পরশে যাবে কহে চণ্ডীদাসে।।