আন্ধার বরণ কাল গা গরবে না পড়ে পা
কি গরবে কর উপহাস।
যমুনার তীরে থাক নব লক্ষ ধেনু রাখ
কালরূপে লাজ নাহি বাস।।
উচ করি বান্ধ চূড়া পেঁচ দিয়া পর ধড়া
ভাবন কর রাঙ্গা মাটি মাখি।
ব্রজের রমণী দেখি হৈয়া বেড়াও সচকিত
সঘনে ফিরাও দুটি আঁখি।।
দিগর দিগর করে সাথি করে বেড়াও হাতাহাতি
ননী চুরি করে তুমি খাও।
নারীর বসন করে চুরি নাম হইল চোরা হরি
ইথে তুমি লাজ নাহি পাও।।
এলায়ে ফেলিব চূড়া কাড়ি লব পীত-ধড়া
বসিতে না দিব তরুতলে।
কু বোল বলিবে যদি মাথায় ঢালিব দধি
মুরলী ভাসিয়ে দিব জলে।।
মুখে আন ভাষে গোরি অন্তরেতে জপে হরি
শ্যাম-প্রেমে ডুবল ধনি।
বলরাম দাসের বাণী শুন শুন বিনোদিনি
শ্যাম সঙ্গে কর বিকিকিনি।।