আন পরসঙ্গ স্বপনে না করে
আনে না পাতয়ে কান।
দিঠে দিঠে রহে নিমিখ না সহে
নিরখে মঝু বয়ান।।
কি না সে বন্ধুর পিরীতি কিরিতি
কহিতে কহিব কী।
সে সব চরিতে কত উঠে চিতে
পরাণ নিছনি দী।।
খেনে খেনে তনু পুলকে আকুল
তিলেক না ছাড়ে সঙ্গ।
হাসির মিশালে রসের আলাপ
অমিয়া সিনায় অঙ্গ।।
এক করে মোরে কোরে আগোরয়ে
আন করে রচে বেশ।
জ্ঞানদাস কহে ধনি ধনি সেহ
যাহে এ পিরীতি লেশ।।