আপন মন্দিরে প্রবেসিবামাত্রে
দুআরে তসলা লাগে।
পুন বসুদেবে লাগিল শিকল
প্রহরী উঠিআ জাগে।।
সেই নন্দসুতা দৈবকীরে দিল
ভূতলে রাখিলে ফেলি।
কান্দিতে লাগিল– ‘উ-মা-উ-মা–উ-মা’
এই সে শবদ বলি।।
রোদনের ধ্বনি শুনিঞা প্রহরী
জাগিআ উঠিআ বসি।
দৈবকি-ঔদরে পুত্র প্রসবিল
হেন মনএ আসি।।
প্রহরী জাইঞা সূতিকা-মন্দিরে
দেখল একটি কন্যা ।
কাড়িয়া লইল পরম রূপসী
এ মহীমণ্ডলে ধন্যা।।
সেই কন্যা লঞা প্রহরী ধাইঞা
চলিলা রাজার দ্বারে।
দ্বারি আদেসিআ কহিতে লাগিলা
প্রহরী যুড়িআ করে।।
ফুকুরি দুআরী কহে বেরি বেরি–
‘শুন কংস নরপতি।
অষ্টম গর্ভেতে দৈবকী-ঔদরে
কন্যা হৈল একপাতি।।’
এ কথা জখন শুনিল শ্রবণে
চমকিত হৈল কংস।
অষ্টম গর্ভেতে কখন জন্মিল
আসিয়া কৌন বংশ।।
বাহির হইল কংস দূত মুখে শুনি–
“কহ, কন জন্ম হৈল।
কহ কৌন বাণী তুআ মুখে শুনি
অধিক হরস ভেল।।”
কর জোড়ে বলে দুআরি প্রহরী–
“শুনহ নৃপতি রাঅ।
অষ্টম গর্ভেতে কন্যা প্রসবিল”–
দিন চণ্ডিদাসে গাঅ।।