আবিরে অরুণ সব বৃন্দাবন
উড়িয়া গগন ছায়।
বন্ধুয়া আমার হিয়ার মাঝারে
কেহু না দেখিতে পায়।।
চপল নয়ন পিচকারি যেন
নিরখে নয়ন মোর।
নব অনুরাগ- ফাগু ভরল
তনু মন করি জোর।।
শুধুই শ্যামল অঙ্গ-পরিমল
চন্দন চুয়াক ভাতি।
মোর নাসা জনু ভ্রমরী উমতি
ততহিঁ পড়ল মাতি।।
নয়নে নয়নে বয়নে বয়নে
হৃদয়ে হৃদয়ে মেলি।
দুই কলেবর অরুণ অম্বর
ঝাঁপিয়া কয়ল কেলি।।
রসিক নাগর রসের সাগর
কয়ল ঐছন কাজ।
এ উদ্ধব ভণ চতুর দু জন
রসবতী রসরাজ।।