আভরণ পরাইতে আভরণের শোভা।
প্রতি-অঙ্গ চুম্বইতে মনে হয় লোভা।।
বান্ধিতে বিনোদ চূড়া নিরখিতে কেশ।
আঁখিযুগ ঝরঝর না হইল বেশ।।
পরাইতে নারে রাণী রঙ্গ পীত ধড়া।
ক্ষীণ মাজা দেখি ভয়ে ভাঙ্গি পড়ে পারা।।
পরাইতে নূপুর কমল সে চরণে।
নারিলুঁ বিদায় দিতে কহে ঘন ঘনে।।
স্তন-ক্ষীরে ভিজিল রাণীর সব বাস।
নিছনি লইয়া মরু ঘনরাম দাস।।