আমার কালা আসবে কিনা বল গো পরাণ সই আমার কালা আসবে কিনা বল।
কিবাত আমারে লইয়া কালার দেশে চল।।
আমায় ছাড়ি অন্যের সঙ্গে সদায় উলামেলা।
কেমনে সহিমু বল গো আমি কালার বিষম জ্বালা।।
সয়ালের দয়াল শুনি আমার চিকন কালা।
পন্থের পানে চাইতে চাইতে বেরতা জনম গেলা।।
নয়ানের কাজল কালা আমার গলার মালা।
কালারে ছাড়িয়া কিলা রহিলা অভুলা।।
উন্মর পাগলে বলইন একি আলা জালা।
ও মোর প্রেম ফান্দে মনের সাধে ভাসাইয়াছি গলা। কালা আসবে কিনা বল
কি বা ত আমারে লইয়া কালার দেশে চল।।