আমার দয়ালকে আনিয়া দে রে আরে সে আমায় দিয়ে গেল ফাঁকি
দয়ালের ঐরূপ যেন দেখি।
আঙ্গুল কাটিয়া কলম বানাইয়া দুইটি নয়নের জল করলাম কালি
আমার দেহকে কাগজ বানাইয়া ঐ দয়ালের রূপ যেন লেখি
আমাদের দয়ালকে আনিয়া দে রে আরে সে আমায় দিয়ে গেল ফাঁকি।।
আমার সর্ব অঙ্গ খাইও কাক রে ও কিছুই না রাখিও বাকী
আমার চক্ষু দুইটা না রে খাইও
তাই লালন কয়, যেন দয়ালের ঐ রূপ দেখি।।