আমার হইতে আর গুরুর কার্য হয় না,
ও মুখে গুরু গুরু, অন্তরে সে ভাব আসে না।
দাঁড়াইয়াছি ভক্তি-মূলে গুরুর চরণ পাবো বলে,
আমার সকল আশা গেল দূরে, আমি আমার হলেম না।
অহল্যা পাষাণী ছিল সে পদধূলায় মানুষ হইল।
তাই ফকির লালন বলে, –কত পাহাড় পর্বত টইলা গেল
আমার মন পাষাণ কেন গলে না।