আমিই মূল নাগর রে, আসিয়াছি খেইড় খেলিতে, ভব সাগর রে।
আমি রাধা আমি কানু আমি শিব শঙ্করী।
অধর চাঁদ হই আমি, আমি গৌরহরি।।
খেলাখেলিবারে আইলাম এভবের বাজারে।
চিনিয়া না কোন জনে আমায় ধরতে পারে।।
আমিই মূল, আমিই কোল, আমি সর্বঠাই।
আমি বিনে এ সংসারে আর কিছু নাই।।
নাচ নাচ হছন রাজা, কারে কর ভয়। আমিত্ব ছাড়িয়া দিয়া, যাতে হইছ লয়।।