আমি কিছু নাহি জানি ভাঙ্গিয়াছে ক্ষির ননী
তোমারে শুধাই তার কথা।
না দেখি গোকুল চান্দ কেমন করয়ে প্রাণ
বলনা গোপাল পাব কোথা।।
আমি কি এমন জানি কোলে করি যাদুমণি
যাদুরে করাই স্তন পান।
মোরে বিধি বিড়ম্বিল গোরস উথলি গেল
তা দেখি ধরিতে নারি প্রাণ।।
গোপাল না লৈনু কোলে ভুলিনু রোহিণী বোলে
সে কোপে কোপিত যাদুমণি।
কোপিত নয়ান কোণে চাইয়াছিল আমা পানে
আমি কি এমন হবে জানি।।
তোমরা করিছ খেলা গোপাল কোথায় গেলা
দৃঢ় করি বল এক বোল।
বলরাম দাস বলে আকুল হইয়া সভে
রাখালের মাঝে উতরোল।।