আমি বর্শি ফেলেছি সাঁইর জলে,
খাও বা না খাও ঠোক্‌ দিয়ে যাও যদি মনে বলে।
ওরে ভাঙ্গা ছিপে সে কাল সুতা আস্তে ধীরে মারব গুঁতো সাঁই রে,
আমি এছাই জোরে মারব গুঁতো –দয়াল লাগে তোর অন্তরে।
ও আবার গহীন জলে থাকো তুমি–কিনার দিয়া হাঁটি আমি সাঁই রে,
আবার ঠোক্‌ দিলে বাজিবে গলে রে,
লালন বলে, আমি টাইনা নেই বগলে–
ওরে ধলাকালা বর্শি রে হইলে বাজতো রজকিনীর গলে।