আরু শুন্যাছ আলো সই তোমার কানুর রীত।
হাসাইলে সব মোর গুরু গরবিত।।
সখী মিলে পথে আমি আসিয়ে চলিয়া।
বাহু পসারিয়া রহে পথ আগুলিয়া।।
যতেক নিষেধি তায় দ্বিগুণ উথলে।
লোক বলে এমন কেনে সে বোল নহিলে।।
পথে যাইতে লোক সব কহে আমার কথা।
সদাই আমার নাম লয় যথা তথা।।
রসাভাসে যে বোল বোলে শুন্যা লাজে মরি।
পাপিয়া পাড়ার লোক করে ঠারাঠারি।।
এত দিন ছিল মোর অবেকত কাজ।
এবে সে বেকত হৈল গোকুলসমাজ।।
বিরলে পাইয়া তারে সোঙরি কহিয়।
যদুনাথ দাস কহে সময়ে বুঝাইয়।।