আরে কমলদল আখিঁ।
বারেক বাহুড় তোমার চাঁদমুখ দেখি।।
যে সব করিলা কেলি গেল বা কোথায়।
সোঙরিতে প্রাণ কান্দে কি করি উপায়।।
আঁখির নিমিষে মোরে হারা হেন বাস।
এমন পিরীতি ছাড়ি গেলা দূর দেশ।।
প্রাণ ছটপট করে নাহিক সম্বিত।
নরোত্তম দাস কহে কঠিন চরিত।।