আরে মোর পহু নিতাই চাঁদ।
ঘরে ঘরে দিল প্রেমের ফাঁদ।।
তাপিত অখিল সকল জনে।
সিঞ্চিত করল নয়নকোণে।।
অপার করুণা গৌড়দেশে।
নাচিয়া বুলয়ে ভাবআবেশে।।
গদগদ কহে ভাইয়ার কথা।
প্রেমজলে ডুবে নয়ন রাতা।।
আরকত গোরা সুন্দরতনু।
পুলক কদম্বকেশর জনু।।
বিবিধ ভূষণে ভূষিত অঙ্গ।
ভকত মিলিয়া গায়ত রঙ্গ।।
ঢুলিতে ঢুলিতে কত না ভাতি।
কমলচরণে খঞ্জনগতি।।
করুণা শুনিয়া বাঢ়ল আশ।
প্রেম মাগে পদে এ কানুদাস।।