আর কেন যাব গো বড়াই মথুরার হাটে।
সদয় হইল বিধি নিধি দিল বাটে।।
যার লাগি এত দিন করিলু কামনা।
অনায়াসে বিধি মোরে দিল সেই জনা।।
যাহারে দেখিতে সদা নানা ছলে বুলি।
কদম্বতলাতে দেখি সেই বনমালী।।
এত দিনে বিধি মোরে সদয় হইল।
বিকে যাইতে পথে গো মাণিক পড়ি পাইল।।
যে হউক সে হউক সখি নাহি কোন ভয়।
শ্যামপদে বিকাইলুঁ কহিলাম নিশ্চয়।।
যে যাবে যে যাক বিকে যাব না গো আর।
শ্যামপদে বিকাইব আমার পসার।