আর না হেরিব প্রসর কপালে
অলকাতিলকা কাচ।
আর না হেরিব সোণার কমলে
নয়ন খঞ্জন নাচ।
আর না নাচিবে শ্রীবাস মন্দিরে
সকল ভকত লৈয়া।
আর না নাচিবে আপনার ঘরে
আর না দেখিব চাঞা।।
আর কি দুভাই নিমাই নিতাই
নাচিবেন এক ঠাঞি।
নিমাই বলিয়া ফুকরি সদাই
নিমাই কোথাও নাই।।
নিদয় কেশব ভারতী আসিয়া
মাথায় পাড়ল রাজ।
গৌরাঙ্গ সুন্দর না দেখি কেমনে
রহিব নদীয়া মাঝ।।
কেবা হেন জন আনিবে এখন
আমার গৌরাঙ্গ রায়।
শাশুড়ী বধূর রোদন শুনিয়া
বংশী গড়াগড়ি যায়।।