আর পুন শূনহ রাইক বাত।
শুনইতে যাক মরম জরি যাত।।
আর কিয়ে হেরব সো মুখ-চন্দ।
পুন কিয়ে হেরব হসিত-লব মন্দ।।
পুন কিয়ে শূনব সো বেণু গান।
পুন কিয়ে হেরব ভ্রু-ধনু-কামান।।
পাসরিতে নারি আমি নবঘন শ্যাম।
কে মোরে মিলাঞা দিবে ইন্দিবর-দাম।।
কৈছনে বঞ্চিব ইহ দিন রাতি।
কি করব সো বিনু ফাটি যায় ছাতি।।
ঐছন কহত যব হোয়ত জ্ঞান।
রাধামোহন পহুঁ করহ পয়ান।।