আর শুন্যাছ আলো সই
গোরা ভাবের কথা।
কোণের ভিতর কুলবধূ
কান্দ্যা আকুল তথা।।
হলদি বাঁটিতে গোরী
বসিল যতনে।
হলুদ বরণ গোরাচাঁদ
পড়্যা গেল মনে।।
কিসের রান্ধন কিসের বাঢ়ন
কিসের হলদি বাঁটা।
আঁখির জলে বুক ভিজিল
ভাস্যা গেল পাটা।।
উঠিল গৌরাঙ্গ ভাব
সম্বরিতে নারে।
লোহেতে ভিজিল বাঁটন
গেল ছারে খারে।।
লোচন বোলে আলো সই
কি বলিব আর।
হয় নাই হবার নয়
গোরা অবতার।।