আলসে অরুণ আঁখি কহ গৌরাঙ্গ এ কি দেখি
রজনী বঞ্চিলে কোন্‌ স্থানে।
বদনসরসীরুহ মলিন যে হইয়াছে
সারা নিশি করি জাগরণে।।
তুয়া সনে কিসের পিরীতি।
এমন সোনার দেহ পরশ করিল কেহ
ন জানি সে কেমন রসবতী ।।ধ্রু।।
নদীয়া নাগরী সনে রসিক হৈয়াছে ওহে
অবহি কি পার ছাড়িবারে।
সুরধুনীতীরে গিয়া মার্জ্জন করহ হিয়া
তবে সে আসিতে দিব ঘরে।।
গৌরাঙ্গ করুণভাষী কহে মৃদু মৃদু হাসি
কাহে প্রিয়ে কহ কটুভাষ।
হরিনামে জাগি নিশি অমিঞা সাগরে ভাসি
গুণ গায় বৃন্দাবন দাস।।