আশ্বিনের শুক্লাষ্টমী দিনার্দ্ধের কালে।
অনুরাধা নক্ষত্র হইল সেই বেলে।।
শুভ দিন দশ দিশ ভেল সুপ্রকাশ।
সভাকার অন্তরে আনন্দ অভিলাষ।।
হেন কালে কীর্ত্তিদা পরমকুতূহলী।
প্রসবিল কন্যা নাম রাধিকা সুন্দরী।।
আনন্দিত হইঞা ডাকিঞা নৃপবরে।
দুই জনে নানা ধন বিতরণ করে।।
দ্বিজগণ গণক আনিঞা শত শত।
ধন দান দিল যার যেই অভিমত।।
নগর বাজারে বাজে অশেষ বাজনা।
শুনি দীনবন্ধু দাস পাসরে আপনা।।