আসিবে আমার গৌরাঙ্গসুন্দর
নদীয়ানগর মাঝ।
দূরেতে দেখিয়া দচমকিত হৈয়া
করব মঙ্গল কাজ।।
জলঘট ভরি আম শাখা ধরি
রাখি সারি সারি করি।
কদলী আনিয়া রোপণ করিয়া
ফুলমালা তাহে ধরি।।
আওল শুনিয়া নদীয়া নাগরী
আওব দেখিবার তরে।
হরি হরি ধ্বনি জয় জয় বাণী
উঠিবে সকল ঘরে।।
শুনিয়া জননী ধাইবে অমনি
করিবে আপন কোরে।
নয়নের জলে ধুই কলেবরে
তুরিতে লইবে ঘরে।।
যতেক ভকত দেখি হরষিত
হইবে প্রেম আনন্দ।
যদুনাথ চাঞা পড়ি লোটাইয়া
লইবে চরণারবিন্দ।।