আহা মরি কোথা গেল গোরা কাঁচা সোনা।
কহিতে পরাণ কাঁদে পাসরি আপনা।।
কহিতে বাণীর সনে পরাণ না গেল।
কি সুখ লাগিয়া প্রাণ বাহির না হৈল।।
নয়নের তারা গেল কি কাজ নয়নে।
আর না হেরিব গোরার সে চাঁদ বদনে।।
হাসিমুখে সুধামাখা বাণী না শুনিব।
গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব।।
বাসু ঘোষ কহে গোরাগুণ সোঙারিয়া।
মুঞি কেন সভার আগে না গেনু মরিয়া।।