আয়ল মধুপুরতে ব্রজমোহন
যোই কহব ইহ বাত।
অম্বর রতন ভূষণ সহ শুন পুন
তাহে করব পরসাদ।।
হরি হরি মঝু দুরদিন কি যাব।
সব ইন্দ্রিয়গণ তিরপিত হোয়ব
প্রিয়তম দরশন পাব।।
ব্রজপুর লোক শোক সব বিছুরব
শুনিতে সুধাময় বাত।
মৃত যেন জীবন পাই পুন ধায়ব
হেরব আনন্দ গাত।।
নন্দরাজ নিজ তনয় বদন হেরি
আনন্দ হোয়ব চিত।
আঁচরে অঙ্গ মুছি চাঁদ মুখ চুম্বন
গুণীজন গায়ব গীত।।
আরতি সাজি রাণী বাহিরায়ব
পুরজন ধায়ব সঙ্গে।
নির্ম্মঞ্ছন ক করে ধরি আনব
নিমজব রঙ্গ তরঙ্গে।
দাম শ্রীদাম সুবল মধুমঙ্গল
সকল সখীগণ মেল।
শিঙ্গা বেণুবংশী মুরলী রব করব
করব পূরব সম কেল।।
ধেনুগণ উচ্চপুচ্ছ করি শিরোপর
হাম্বা রবে নিরখব মুখ।
খগ মৃগ শাখী লতাগণ উলসব
সবাকার মীটব দুখ।।
ললিতা আদি সকল সহচরী লই
বৈঠব প্রিয়তম সঙ্গ।
চন্দ্রশেখর কব ব্রজপুর পায়ব
হেরব দুহুঁ মুখ পুলকিত অঙ্গ।।