ইথে অন্তরে হরি মন্দিরে গেল।
সঙ্গে সখা ব্রজবালক মেল।।
ব্রজসুত প্রবেশিত নিয় নিয় ঠাম।
গোপিকা-মনোরথ কাম।
নিজসুত পাই সভে করতহি কোর।
ভোজন করায়ত যত হোত বিভোর।।
তব নন্দক মন্দিরে নন্দকিশোর।
নিরখি যশোমোতী হোত বিভোর।।
চরণ পাখালি মুছই সব অঙ্গ।
ভোজন করায়ত প্রেমতরঙ্গ।।
মুখ কর ধোই দেয়ত গুয়া পান।
রতন পালঙ্কে শুতায়ল কান।।
তব যশোমতী চলল গৃহকাজে।
শুতি রহলহরি মন্দির মাঝে।।
গোবিন্দদাস চিতে হরষিত ভেল।
শয়ন তেজি হরি কুঞ্জহি গেল।।