ইন্দীবর নব, নীলকলেবর,
উরে গজমোতিম হার হিলোল।
তারাবলি জনু, গগনে বিরাজিত,
মুখশশি লোচনে লুবধ চকোর।
কালিন্দি কূলে নব কিশোর কান।
নিরুপম নীপমূল খিতি বৈভব হেরি
মুরছিত কত ফুলবাণ।।
অতি বিচিত্র চিকুর, ভাল রঞ্জিত তহি,
শিখি চন্দ্রক চারু বনান।
রতিপতি মতি মদন অবলোকনে,
তাহি কোন ধনি ধর এ পরাণ।।
শ্রুতি মকরাকৃতি মণ্ডলে মণ্ডিত,
গণ্ডে বিরাজিত শ্রবণে।
জ্ঞানদাস কহে, ধটি অঞ্চল জনু,
বিজুরি বিলসই রহি গগনে।।