ইন্দ্রনীল মণি মাজিয়া দাপনি
শ্রীমুখ মণ্ডল শোভা।
লোচন কমল ভরমে ভ্রমর
উড়ি ফিরে মধু লোভা।।
লোলিত অলক মধুপ দোলক
চিকুর মালতী মালে।
চূড়া বান্ধে উচ তাহে শিখি পূছ
বনমালা দোলে গলে।।
নাসা আগে মোতি বিরাজিত অতি
ভ্রূযুগ কাম কামান।
ভালে তিলকিত বধিতে যোষিত
বুঝি আধ চাঁদ বাণ।।
শ্রুতি মূলে ভাল মকর কুণ্ডল
উজোরিত গণ্ডদেশ।
হেরি কুলবতি হইল উমতি
না রহিল কুললেশ।।
মরি শ্যাম রূপের বালাই লৈয়া।
সুরঙ্গ অধর মুরুলী মধুর
শুনি কে ধরিবে হিয়া।।
বাহু করিকর ঊরু পরিসর
খীন মাঝ পীত বাস।
ও রাঙ্গা চরণ ভজন বিহীন
দীন হরেকৃষ্ণ দাস।।