ইহার বিস্তার ভাগবতে আছে
কহিয়ে একটি বাণী।
সে যে অগোচর গোচর না হয়
কি হেতু ইহার শুনি।।
মধুর মধুর এক পথ আছে
গন্ধ আমোদিত তায়।
পদ্ম বিকসিত এ মহীমণ্ডল
একহি একাদশ কায়।।
তার রন্ধ্রে চৌদ্দ ব্রহ্মাণ্ড ভেদিয়া
উঠিল কোন্‌বা খানে।
পুনঃ এক রন্ধ্রে কোটী কোটী মৃগ
গতায়াত নাহি জানে।।
এক রন্ধ্রে * * আর নাহি তার
বেনিত আঁধারে মানি।
কোন কোন খানে তার এক ফুটে
ব্রহ্ম গতায়াত জানি।।
এক রন্ধ্রে পুনঃ শত কোটী যুত
বিংশতি কলার ফুটে।
তার তিন কলা * * * *
সহস্র পূরিত উঠে।।
তার শত কলা কলার অংশ
কিছু সে জানিয়াছে।
চণ্ডীদাস বলে — “বেহুরে হকুম
এক রন্ধ্র তার আছে।।”