ইহ মধুযামিনি ধনি ভেলি মানিনি
না হেরই নাহ বয়ান।
ইহ সুখসময় সবহুঁ বন ফুলময়
বিফল ভেল পাঁচবাণ।।
এ সখি অবহুঁ কি করব উপায়।
এ সুবদনি ধনি ও রসশিরোমণি
ভাগ্যে হোয়ত এক ঠায়।।
এত কহি সহচরি নাগর মুখ হেরি
ইঙ্গিত কয়ল নয়ানে।
বুঝি বরনাহ বাহু ধরি সাধয়ে
ঝটকই মানিনি মানে।।
কর যোড়ি কানু চরণ ধরি সাধয়ে
কন্ঠহি দেই পীতবাস।
সহচরিগণ তব রাই বুঝায়ত
কহ রাধাবল্লভ দাস।।