ঈশ্বর মানুষ হয়্যা বিহরে রতন লয়্যা
পুরুষ প্রকৃতি দুই রূপ।
সকল রসের সার রসরাজ শৃঙ্গার
শ্রীরাধা রসের স্বরূপ।।
হেন রস আস্বাদিতে বিধাতা বাদিত তাথে
মায়াতে মোহিত মোর মন।
হইয়া কামের বশ পাতিয়া সংসার ফাঁস
না ভজিল সে নীলরতন।।
সত্ত্ব রজ তম তিনে সদাই অন্তরে টানে
শুদ্ধ সেবনে না হৈল প্রকাশ।
এমন মায়িকের ধর্ম (মায়িকে না বুঝে মর্ম)
যাতে হৈতে হয় সর্বনাশ।।
কি কহিব হায় হায় বৃথা কাল বয়্যা যায়
কি ঘটিল করমের দোষে।
দশনে করিয়া খড় রসিক চরণে গড়
নরোত্তমের এই অভিলাষে।।