ঈষত হাসিতে কত অমিয়া উথলে।
ধরম করম হরে আধ আধ বোলে।।
রূপ দেখি কি না সে করিলুঁ।
বল করি জাতি প্রাণ পর-হাতে দিলুঁ।।
নানা ফুলে চাঁচর চুলে চূড়ার কাঁচনি।
কত না ভঙ্গিমা দুটি নয়ান-নাচনি।।
কিসের লোকের ভয় কিবা গুরু-লাজে।
মধুর মুরতি সে লাগিল হিয়ার মাঝে।।
ফাগু বিন্দু বিন্দু মাঝে চন্দনের চাঁদ।
কহে বলরাম ওই পিরিতের ফাঁদ।।