উজোর শশধর দীপক জারল
অতি-কুল ঘাঘর রোল।
হনইতে হরিণী নয়নে দরশাওই
ওহি ওহি পিক-বোল।।
শুন মাধব মনমথ ফিরত অহেরা।
একলি নিকুঞ্জে ধনী ফুল-শরে জর জর
পন্থ নেহারই তেরা।।
তুহুঁ অতি মন্থর চলবি দুরন্তর
মধু-যামিনী অতি ছোটী।
ও ঘর বাহির করত নিরন্তর
নিমিখ মানয়ে যুগ-কোটি।।
আশা-পাশ গলে লেই বৈঠলি
প্রেম-কলপতরু-ছায়।
না জানি কি ধরল গরল-ফল
পারই গোবিন্দদাস রস গায়।।