“উঠহ নাগর রায়।
দিবস-গমন এ নহে করণ
কহিয়ে তোমার পায়।।
তেজহ সমর শুন সুনাগর
আর সে উচিত নয়ে।
শাশুড়ী ননদী আসি দেখে যদি
এই আছে মনে ভয়ে।।
জানি বা দেখয়ে পাড়ার পরশী
বিষম লোকের কথা।
তুরিত গমনে চলি যাহ তুমি
রহিতে [নার]য়ে এথা।।
যেমতে আইলে ধরি নারীবেশ
ঐছন চলিয়া যাহ।
পীতের বসন উঠ লয়া টানি
[কলসী] কাখেতে লহ।”
এ বোল শুনিয়া নাগর চতুর
কলসী লইয়া কাখে।
বাহির হইল আয়ল … …
* * ভরিয়া দেখে।।
কেহো গোপরামা উলটিয়া চাহে
একলা যুবতী যায়।
গোকুলের নহে কন গোপ [নারী]
…য়া নয়নে চায়।।
“কাহার ঘরণী রূপের তরণী
আয়ল মন্দির হতে।
কখন না দেখি এ পথে আসিতে
বিষম লাগিল চিতে।।”
করে কানাকানি বরজ রমণী—
“এজন কাহার মায়্যা।”
চণ্ডীদাস বলে– চিনিতে নারিবে
কে যায় এ পথে বায়্যা।।