উঠহ নাগর হরি আলিস পরিহরি
ঘুমেতে না হও অচেতন।
দারুণ গোকুলের লোক হেন বেলায় যদি দেখে নাথ
কি বলিয়া বলিবে বচন।।
গবাক্ষে বদন দিয়া অরুণ নেহারসিয়া
ভাঙ্গি গেল তারাগণের হাট।
নূপুর ঘুচায়ে পহু এই বেলায় চল তহু
নিশবদে ঘুচায়ে কপাট।।
এ হেন সুন্দর মুখে সিন্দুর কজ্জল বুকে
হের এসো মুছাই নিজ বাসে।
গোকুল লোকের মাঝে কেমনে বসিবে লাজে
দেখিয়ে করিবে উপহাস।।
আমি আর বলিব কি পারিতে বিদায় দেই
সকলি গোচর রাঙা পায়।
গোবিন্দদাস চলু কান্দিতে কান্দিতে খোজে
লোরে পথ না দেখিতে পায়।।