“উঠ উঠ, ভাই, শ্রীদাম সুদাম
চাহত আমার পানে।
সরল হৃদয়ে কহত বচন
তবে সুখ হয় মনে।।
এক বোল বল মথুরা-গমন
যাইতে বলহ মোরে।”
কহিতে কহিতে দু আঁখি ভরল
কহিতে না পায় লোরে।।
“শুন হে সুবল, ভা সখাগণ,
তুমি সে আমার প্রাণ।
হৃদয়ে হৃদয়ে মরমে মরমে
ইহাতে না হয়ে আন।।
বহু সুখ-কথা তোমার সহিতে
সকল জানহ তুমি।
তোমার মায়াটি ছাড়িব কেমনে
পরবশ হই আমি।।
শুনহ সুবল মরম-বেদন
তোমারে না দেখি যবে।
হিয়া জর জর করয়ে অন্তর
দেখিলে জুড়াই তবে।।”
সুবল কহেন কানুর গোচর
“তুমি সে নিঠুর এবে।
তবে কেন লেহ বাড়াইলে মোহ।
মোর কোন্‌ গতি হবে।।
পীরিতি করিয়া ছাড়িলা সবারে
এ নহে উচিত-পনা।
কে আছ এ মহী- মণ্ডল মাঝারে
এমন বেথিত জনা।।”
চণ্ডীদাস কহে– “কমল-নয়ন
ছল ছল দুটি আঁখি।
বচন না ফুরে বেথিত অন্তর
বয়ান বঙ্কিম রাখি।”