উথলই কালিন্দী নীর।
তাহে অতি সুখময় ধীর সমীর।।
শ্রীবৃন্দাবন মাঝ।
তরুণ কলপতরু তরুণ সমাজ।।
তাহে বনি রতন হিঁডোর।
পরিমলে ভ্রমর ভ্রমরিগণ ভোর।।
বিবিধ কুসুম শোহে তায়।
মৃদু মৃদু মলয় পবন করু যায়।
ঝুলে বিনোদিনী বিনোদিয়া।
ঝুলায়ত সখি দুহুঁ বদন চাহিয়া।
চান্দনি রজনি উজোর।
পিবত অমিয়ারস ভুখিল চকোর।।
কোই নাচই মনোরঙ্গে।
বীণা রবাব কোই বাজায়ে মৃদঙ্গ।।
কতহুঁ প্রবন্ধ সুতান।
কত রাগ রাগিণী মেলি করু গান।।
আনন্দ কো করু ওর।
হেরি শিবরাম দাস রহু ভোর।।