উ কি এ তোমার উনমত চিত
উচিত তোমার নয়।
উ সব আচার বিচার না লয়ে
উচিত কহিতে হয়।।
উ রাঙ্গা চরণে উ সব নাগরী
উনমত হয়ে মন।
উরল উপরে উ দুটি চরণ
রাখল করিয়া পণ।।
উজাগর নিশি উদিত এ বাসি
উপরে শুনি এ তান।
উনমত হৈয়া আইল ধাইয়া
উঠানি গোপীর প্রাণ।।
উপরে দুগ্ধের খুরি আবর্ত্তন
উনানে রহল তাহা।
উনমত বালা ভ্রমে কেনি গেলা
উমা উমা রবে রহা।।
উ মুখ চলল বরজ-নাগরী
উ পরে নাহিক মন।
উনমত হৈয়া ভুজঙ্গ দংশল
কিছুই নাহিক কন।।
উরজ উপরে নিজ পতি করে
বসায়ে আছিল সুখে।
উ ধনী মধুর মুরলী শুনিয়া
উছটি ফেলিল তাকে।।
উ গুণ গাহিতে উ সব নাগরী
বেশের উ নহি চিত ।
উচিত কহেন চণ্ডীদাস তাহে
উঠল বিরহ চিত।।