ঋতুপতি যামিনি কালিন্দি তীর।
বিকসিত ফুলচয় কুঞ্জ কুটীর।।
কোকিল কুল করু পঞ্চম গান।
গুঞ্জরি চঞ্চরি করু মধুপান।।
চান্দনি রজনি উজোরল তায়।
সুমলয় পবন বহই মৃদু বায়।।
ঐছন সময়ে বিহরে মঝু নাহ।
কি করব অব হাম মন্দির মাহ।।
সো মুখ যব মঝু উপজয়ে চীত।
অতি উতকণ্ঠিত না মানয়ে ভীত।।
কতয়ে মনোরথ মন মাহা হোয়।
কৈছন রভসে মিলব পিয়া মোয়।।
তুরিতে চলহ সখি পূরব আশ।
সঙ্গহি চলব গোবর্দ্ধন দাস।।